Presents Rabindro Sangit
Song: Amar Hiyar majhe
Amar Hiyar Majhe Lukiye Bengali Lyrics
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি,
তোমায় দেখতে আমি পাই নি।
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে..
বাহির পানে চোখ মেলেছি
বাহির পানে,
আমার হৃদয় পানে চাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি,
তোমায় দেখতে আমি পাইনি।
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে..
আমার সকল ভালোবাসায়
সকল আঘাত সকল আশায়,
আমার সকল ভালোবাসায়
সকল আঘাত সকল আশায়,
তুমি ছিলে আমার কাছে
তুমি ছিলে,
আমি তোমার কাছে যাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি,
তোমায় দেখতে আমি পাইনি।
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে..
তুমি মোর আনন্দ হয়ে
ছিলে আমার খেলায়,
তুমি মোর আনন্দ হয়ে
ছিলে আমার খেলায়,
আনন্দে তাই ভুলেছিলেম,
আনন্দে তাই ভুলেছিলেম,
কেটেছে দিন হেলায়।
গোপন রহি গভীর প্রাণে
আমার দুঃখ-সুখের গানে,
গোপন রহি গভীর প্রাণে
আমার দুঃখ-সুখের গানে,
সুর দিয়েছ তুমি,
আমি তোমার গান তো গাই নি,
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি,
তোমায় দেখতে আমি পাইনি।
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে,
বাহির পানে চোখ মেলেছি
বাহির পানে,
আমার হৃদয় পানে চাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি,
তোমায় দেখতে আমি পাইনি।
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
Amar Hiyar Majhe Lukiye Lyrics
amar hiyar majhe lukiye chile,dekhte ami painitomay,dekhte ami paini.
bahir pane chokh melechi,amar ridoy pane chaini.
amar shokol bhalobashay,shokolaghat shokol ashay
tumi chile amar kache,tomar kache jaini.
tumi mor anondo hoye chile amar khelay-
anonde tai bhulechilam,keteche din helay.
gopon rohi gobhir prane,amar dukkho shukher gane
shur diyecho tumi..
ami tomar gan to gaini
amar hiyar majhe lukiye chile,dekhte ami paini
tomay,dekhte ami paini.
bahir pane chokh melechi,amar ridoy pane chaini.
amar shokol bhalobashay,shokolaghat shokol ashay
tumi chile amar kache,tomar kache jaini.
tumi mor anondo hoye chile amar khelay-
anonde tai bhulechilam,keteche din helay.
gopon rohi gobhir prane,amar dukkho shukher gane
shur diyecho tumi..
ami tomar gan to gaini