![]() |
Song: Ekhon Onek Raat
Singer: Ayub Bachchu
Band:LRB
Lyrics: Bappy Khan
Singer: Ayub Bachchu
Band:LRB
Lyrics: Bappy Khan
Ekhon Onek Raat LRB Lyrics
এখন অনেক রাত,
খোলা আকাশের নীচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে,
তাই আমি বসে আছি
দরজার ওপাশে, দরজার ওপাশে।
আবেগী এমন রাতে,
ভুল করে এই পথে
এসে যদি ফিরে যাও ,
আমায় না পেয়ে (x2)
তাই আমি বসে আছি,
তাই আমি বসে আছি
দরজার ওপাশে, দরজার ওপাশে।
চলে যাওয়া সেই পথে,
ঝিরিঝিরি বাতাসে
আমার এই মন কাঁদে,
তোমায় না পেয়ে (x2)
তাই আমি বসে আছি,
তাই আমি বসে আছি
দরজার ওপাশে, দরজার ওপাশে।
এখন অনেক রাত,
খোলা আকাশের নীচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে,
তাই আমি বসে আছি
দরজার ওপাশে, দরজার ওপাশে।
Ekhon Onek Raat Lyrics In Bangla
Ekhon Onek RaatKhola Akasher Niche
Jiboner Onek Ayojon
Amay Dekeche
Tai Ami Bose Achi
Dorjar Opashe
Abegei Emon Raate Bhul Kore E Pothe
Eshe Jodi Fire Jaw Amai Na Paye
Tai Ami Bose Achi
Dorjar Opashe
Chole Jaw Eshe E Pothe Jiri-jiri Hatashe
Amar Ei Moon Kade Tomai Na Peye
Tai Ami Bose Achi
Dorjar Opashe
Amay Dekeche
Tai Ami Bose Achi
Dorjar Opashe
Abegei Emon Raate Bhul Kore E Pothe
Eshe Jodi Fire Jaw Amai Na Paye
Tai Ami Bose Achi
Dorjar Opashe
Chole Jaw Eshe E Pothe Jiri-jiri Hatashe
Amar Ei Moon Kade Tomai Na Peye
Tai Ami Bose Achi
Dorjar Opashe