![]() |
Singer: Chirkut
Song: Kanamachi
Album: Movie Television
Song: Kanamachi
Album: Movie Television
Kanamachi Chirkut Lyrics in Bengali
সত্য কি তেতো
সেকি জীবনের মত
বেচেও মোরা নাকি বিভেদের ক্ষত
মিথ্যা কি ভুল
নাকি নীল নোনা জ্বল
দেখতে কেমন সে বলো কতটা অতল!
কানামাছি মিথ্যা...কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত
কানামাছি মিথ্যা...কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত...।।
তোমার প্রেমেতে আমি বুঁদ হয়ে রই
তোমার প্রেমেতে আমি বুঁদ হয়ে রই
তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ঐ
তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ঐ...!
কানামাছি মিথ্যা...কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত
কানামাছি মিথ্যা...কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত...।।
সুখ যদি এতে তুমি পাও বা অগাধ
আমি কেনো শাধি তাতে মিছেমিছি বাধ
সুখ যদি এতে তুমি পাও বা অগাধ
আমি কেনো শাধি তাতে মিছেমিছি বাধ
যার যার মত করে ভাল থাকা যদি
সত্যের মত করে আকি দুই নদী
কানামাছি মিথ্যা...কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত
কানামাছি মিথ্যা...কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত
Kanamachi Shotto Lyrics
Shotto ki tetoShe ki jiboner moto
Becheo mora naki
Biveder khoto
Mittha ki vhul
Naki neel nona jol
Dekhte kemon she bolo
Kotota otol
Kanamachi mitthaKanamachi shotto
Kanamachi tumi ami
Je jaar moto
Tomar preme te aami bondi hoye roi
Tumi mukh firiye daako kaake oi
Kanamachi mittha
Shukh Jodi ete tumi pao ba ogadh
Aami keno shadhi taate michemichi baadh
Jaar jaar moto kore bhalo thaka Jodi
Shotter moto kore aaNki dui nodi
Kanamachi mittha