![]() |
Lyrics: Omor Faruk
Voice: Tahsan & Elita
Music: Tahsan
Album: Uddesshyo Nei (2014)
Title: Sporsher Baire Tumi
Voice: Tahsan & Elita
Music: Tahsan
Album: Uddesshyo Nei (2014)
Title: Sporsher Baire Tumi
Sporsher Baire Tumi Bangla Lyrics
ফ্রেমে বন্দী কোন ক্যামেরায়
গ্রীষ্মের পড়ন্ত বিকেল তুমি
অথবা বর্ষার আকাশে মেঘের আলোতে
লুকিয়ে থাকা ঐ রোদ তুমি
তোমার ঐ মৃদুকালো চোখের ভাষা
মাতাল করা হাসি আর ভেজা চুলে
গোলাপি ঐ ঠোঁটের বেলকনিতে
রংতুলিতে আঁকা আমার অবসর বিকেল
সব তুলনার ঊর্ধ্বে তুমি
আজও তোমার স্পর্শ লোভে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজও তোমার অপেক্ষাতে
টুকরো কিছু ভাগ্যে স্বপ্নে আপন
মাঝখানে অদৃশ্য দেয়াল
খুঁজে ফিরি তোমায় কোন মায়ায়
হারিয়ে যেন উপহাসে
হারিয়ে সেই সকাল
হারিয়ে সেই বিকেল
বৃষ্টি ভেজা দুপুর, অলস মেঘ রোদ্দুর
আসবে না জানি ফিরে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজও তোমার অপেক্ষাতে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজও তোমার স্পর্শ লোভে
কোন এক স্বপ্ন সুখের গল্পের রাণী হয়ে
কোন এক আঁধার রাতের জোনাক তুমি হয়ে
তুমি যেন সব অপূর্ণতার পূর্ণ হয়ে
এতো কাছে থেকেও কেন স্পর্শের বাইরে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজও তোমার অপেক্ষাতে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজও তোমার স্পর্শ লোভে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজও তোমার অপেক্ষাতে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজও তোমার স্পর্শ লোভে
Sporsher Baire Tumi bangla Lyrics
Freme Bondi Kono CamerayGrishmer Poronto Bikel Tumi
Othoba Borshar Akashe Megher Alote
Lukiye Thaka Oi Rod Tumi
Tomar Oi MriduKalo Cokher Vasha
Matal Kora Hasi Ar Veja Chule
Golapi Oi Thoter Belkonite
RongTulite Aka Amar Obosor Bikel
Sob Tulonar Orddhe Tumi
Ajo Tomar Sporsho Love
Khuji Tomay Sopno Gane
Ajo Tomar Opekkhate.
Majhkhane Odrisshyo Deyal
Khuje Firi Tomay Kono Mayay
Hariye Zeno Opohase
Hariye Sei Sokal
Hariye Sei Bikel
Brishti Veja Dupur,
Olos Megh Roddur
Asbe Na Jani Fire
Khuji Tomay Sopno Gane
Ajo Tomar Opekkhate
Khuji Tomay Swopno Gane
Ajo Tomar Sporsho Love.
Kono Ek Adhar Rater Jonak Tumi Hoye
Tumi Jeno Sob Opurnotar Purno Hoye
Eto Kach Thekeo Keno Sporsher Baire
Ajo Tomar Opekkhate
Khuji Tomay Sopno Gane
Ajo Tomar Sporsho Love
Tukro Kichu Vaggye Swopne Omor
Kono Ek Sopno Sukher Golper Rani Hoye
Khuji Tomay Sopno Gane