![]() |
Song Title: josnar pare
Artist: Shunno
Album: Gorbo Bangladesh
Artist: Shunno
Album: Gorbo Bangladesh
Josnar pare shunno Lyrics in Bengali:
আজ তুমি শব্দ দিয়ে আঁধার রাতে
আমার নীরবতার ঘুম ভাঙ্গালে
আজ তোমায় নিয়ে যাবো মেঘেরই আড়ালে
মেঘদের ছুঁতে পারো হাত বাড়ালে
হাত বাড়ালে
আজ বহুদূরে হেঁটে যাবো বলে
নিয়ন আলো হাতে আমি দাঁড়িয়ে
আজ তুমি রোদে ভেজা ভোরের শিশিরে
আমার না ঘুমের স্বপ্ন হয়ে
আমার থেমে থাকা সব আঁধার চিরে
আমার ভেতরে আজও বৃষ্টি ঝরে
আমার থেমে থাকা সব আঁধার চিরে
আমার ভেতরে আজও বৃষ্টি ঝরে
তোমার আঁকা জোছনায় কিছু স্বপ্ন আছে বাকি
জোছনারই গল্প শেষে পাশে রবো আমি
আমার থেমে থাকা সব আধার ছিড়ে
আমার ভিতর আজো বৃষ্টি ঝরে
Josnar pare shunno lyrics
Aaj tumi shobdo diye adhar rateamar nirobotar ghum vangale
Aaj tomake niye jabo megher e arale
Megheder chute paro haat barale[m2]
Aaj bohudure hete jabo bole
Neon aalo hate ami dariye
Aaj tumi rode veja vorer shishire
Amar na ghumer shopno hoye[m2]
Amar theme thaka shob adhar chire
Amar vitor ajo brishti jhore[m2]
Tomar aaka jotsnar kichu shopno ache baki
Jotsnar golpo seshe pashe robo ami
Amar theme thaka shob adhar chire
Amar vitor ajo brishti jhore[m2]