![]() |
Album: Balam 1
Singar: Balam
Song: Nupur baje
Singar: Balam
Song: Nupur baje
Nupur baje Balam Bengali Lyrics:
কার পায়ে নূপুর বাজে
বিরহী এ মনের কোণে
কে ভাসাই কে ডুবায়
দিন রাত প্রতিক্ষণে
কার পায়ে নূপুর বাজে
বিরহী এ মনের কোণে
কে ভাসাই কে ডুবায়
দিন রাত প্রতিক্ষণে
নিজের সাথে লুকোচুরি
সবি শূন্য মনে হয়
তারি খোঁজে দিশেহারা
এতো প্রেম ছাড়া কিছু নয়
আগুন ঝরা ফাগুন কাটে
জীবন এর বাঁকে বাঁকে
অশান্ত এ মন জানিনা যে কারে খোঁজে
আগুন ঝরা ফাগুন কাটে
জীবন এর বাঁকে বাঁকে
অশান্ত এ মন জানিনা যে কারে খোঁজে
নিজের সাথে লুকোচুরি
সবি শূন্য মনে হয়
তারি খোঁজে দিশেহারা
এতো প্রেম ছাড়া কিছু
দুর সে সুদূর পাড়ে ভালোবাসা উঁকি মারে
অতৃপ্ত এই মন শুধুই তোমারে খোঁজে
দুর সে সুদূর পাড়ে ভালোবাসা উঁকি মারে
অতৃপ্ত এই মন শুধুই তোমারে খোঁজে..
Nupur baje Balam Lyrics
Kar paye nupur bajeBirohi ei moner kone
Ke hashay ke dubay
Din raat proti khone
Nijer shathe lukochuri
Shobi shunno mone hoy
Taare khuje dishehara
Eto prem chara kichu noy
Agun jhora fagun kaate
Jiboner banke banke
Oshanto ei mon
Janina je kaare khonje
Nijer shathe
Duur she shudur pare
Bhalobasha unki mare
Otripto ei mon
Shudhui tomar khonje
Nijer shathe
Kar paye nupur baje
Birohi ei moner kone
Ke hashay ke dubay
Din raat proti khone Nijer