![]() |
Song Title: shunno hate
Artist: Shunno feat fuad
Album: Gorbo Bangladesh
Artist: Shunno feat fuad
Album: Gorbo Bangladesh
Shunno hate lyrics Bangla:
অপেক্ষাটা অনেক দূরে
অপেক্ষাটা অনেক দূরে
হাত বাড়িয়ে যায়না ছোঁয়া
চোখ তাড়িয়ে যায় না দেখা
হাত বাড়িয়ে যায়না ছোঁয়া
চোখ তাড়িয়ে যায় না দেখা
অপেক্ষাটা অনেক দূরে
স্বপ্নটাকে আঁকড়ে ধরে
শুন্য হাতে বাড়ি ফিরি(২)
প্রতিক্ষণে তোমায় খুঁজি, সকাল দুপুর সাঁজে
প্রতিক্ষণে তোমায় খুঁজি, সকাল দুপুর সাঁজে
আড়াল হয়ে থাকে তবু, মেঘের ভাঁজে
অপেক্ষাটা অনেক দূরে
স্বপ্নটাকে আঁকড়ে ধরে
শুন্য হাতে বাড়ি ফিরি(২)
দৃষ্টি আমার থমকে দাঁড়ায়, চেনা পথের বাঁকে
বোঝেনা সে ভালবাসা, ভালবাসি যাকে
অপেক্ষাটা অনেক দূরে
স্বপ্নটাকে আঁকড়ে ধরে
শুন্য হাতে বাড়ি ফিরি
Shunno hate by Shunno lyrics
Haat bariye jayna chowaChokh tariye jayna dekha[m2]
Opekkhata onek dure
Shopnotake aakre dhore
Shunno haate bari phiri[m2]
Protikkhone tomay khuji, shokal dupur shajhe
Aral hoye thako tobu, megher vaje[m2]
Opekkhata onek dure
Shopnotake aakre dhore
Shunno haate bari phiri[m2]
Drishti amar thomke daray, chena pother bake
Bojhe na se valobasha, valobashi jake[m2]
Opekkhata onek dure
Shopnotake aakre dhore
Shunno haate bari phiri