![]() |
Song: Tumi Moy
Album: Eid Drama To Airport
Singer: Tahsan Khan
Directed by: Mizanur Rahman
Album: Eid Drama To Airport
Singer: Tahsan Khan
Directed by: Mizanur Rahman
Tumi Moy Tahsan Bangla song lyrics
কেউ বলেছিল ভালোবাসি
সে ছিল নীল ছুঁয়ে রোদের হাসি
দিনগুলো ছিল স্বপ্ন যেমন
স্মৃতিগুলো আজও অবিনাশী
যতটা পেয়েছি, তার চেয়েও বেশি
গভীরে হৃদয়ে আমার সব তুমিময়
কত স্রোত ভেঙ্গেছি, বাসতে ভালো তোমাকে
আবারো সেই তোমাতে খুঁজেছি আশ্রয়
বদলে হঠাৎ বিশাদের এই আকাশ
তবুও দুচোখে খুঁজি পিছুটান
তোমাকে নিয়ে হাজারো অভিলাষ
ছুটে যাওয়া তাই ভেঙ্গে অভিমান
আর কিছুই চাইনি যখন
তোমাকে পেয়েছে এই মন
যতটা পেয়েছি, তার চেয়েও বেশি
গভীরে হৃদয়ে আমার সব তুমিময়
কত স্রোত ভেঙ্গেছি, বাসতে ভালো তোমাকে
আবারও সেই তোমাতে খুঁজেছি আশ্রয়
সেই চেনা পথ ধরে আগের মত
তোমাকে চাই আরো একবার
ভালোলাগা সময়গুলো এখনও
লেগে আছে দুহাতে আমার
ভাবনার আকাশজুড়ে
তোমায় পাওয়া পুরোটা সময়।
যতটা পেয়েছি, তার চেয়েও বেশি
গভীরে হৃদয়ে আমার সব তুমিময়
কত স্রোত ভেঙ্গেছি, বাসতে ভালো তোমাকে
আবারও সেই তোমাতে খুঁজেছি আশ্রয়
যতটা পেয়েছি, তার চেয়েও বেশি
গভীরে হৃদয়ে আমার সব তুমিময়
কত স্রোত ভেঙ্গেছি, বাসতে ভালো তোমাকে
আবারও সেই তোমাতে খুঁজেছি আশ্রয়
Tumi Moy Tahsan lyrics
Shei chena poth dhore ager motoTomake chai aro ekbaar..
Bhalolaga shomoy gulo ekhono
Lege ache du-haate amar
Bhabnar akash jure
Tomay pawa purota shomoy
Joto ta peyechi tar cheye-o beshi
Gobhire hridoye amar
Shob Tumi Moy ..
Koto shrot bhengechi
bashte bhalo tomake
abaro-o sei tomate khujechi ashroy
Shei chena poth dhore ager moto
Tomake chai aro ekbaar..
Bhalolaga shomoy gulo ekhono
Lege ache du-haate amar
Bhabnar akash jure
Tomay pawa purota shomoy
Joto ta peyechi tar cheye-o beshi
Gobhire hridoye amar
Shob Tumi Moy ..
Koto shrot bhengechi
bashte bhalo tomake
abaro-o sei tomate khujechi ashroy