![]() |
Artist: Habib
Album: Hridoyer Kotha
Song Title: valobashbo bashbo re
Album: Hridoyer Kotha
Song Title: valobashbo bashbo re
Bhalobashbo Bashbo re Lyrics (ভালোবাসবো বাসবো)
ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে
আমার মনের ঘরে চাঁন্দের আলো চুইয়া চুইয়া পড়ে
পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে
ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে
দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঁঞ্চা সোনা
আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না
দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঁঞ্চা সোনা
আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না
আমি প্রথম দেখে পাগল হইলাম
মন তো আর মানে না
কাছে আইসো আইসো রে বন্ধু প্রেমের কারণে
ভালোবাইসো বাইসোরে বন্ধু আমায় যতনে
নিশি ভোরে জোনাক নাচে মনেরও গহীন বনে
স্বপ্ন দেখাও বন্ধু তুমি নিগূঢ় আলিঙ্গনে
নিশি ভোরে জোনাক নাচে মনেরও গহীন বনে
স্বপ্ন দেখাও বন্ধু তুমি নিগূঢ় আলিঙ্গনে
তোমায় মায়া দিলাম সোহাগ দিলাম
নিলাম আপন করে
পাশে থাকব থাকব রে বন্ধু তোমার কারণে
ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে
ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে
Bhalobashbo Bashbo by Habib (ভালোবাসবো বাসবো)
Valobashbo bashbo reBondhu Tomai Jotoney
Amar Moner Ghorey
Pushey Rakhbo,
Valobashbo bashbo re
Dudhey Aalta Gayer Borong
Achol Diya Dhaika Raikho
Ami Prothom Dekhey Pagol Hoilam
Mon To Aar Mane Nah
Kachey Aisho,
Valo Baisho, Baishorey Bondhu Amai Jotoney
Nishi Bhorey Jonak Nachey Monero Gohin boney
Shopno Dekhao Bondhu Tumi Nigurho Alingoney (2m)
Tomai Maya Dilam Sohag Dilam
Nilam Apon Korey
Pashey Thakbo, Thakborey Bondhu Tomar Karoney
valobashbo bashbo re Bondhu Tomai Jotoney
Chander Aalo Chuiya Chuiya Pore
Rakhborey Bondhu Tomai Jotoney
Bondhu Tomai Jotoney
Rup jey kancha shona
Chok Jeno Pore Nah (2m)
Aisho re Bondhu Premer Karon eee