![]() |
Song : Abar Brishti Hobe (2020)
Singer: Minar Rahman
Lyrics: Minar Rahman
Music: Sajid
Singer: Minar Rahman
Lyrics: Minar Rahman
Music: Sajid
Abar Brishti Hobe Song Lyrics:
হয়তো এক ভোরে
কোনো এক বিকেলে
আবার আমাদের দেখা হবে,
গোধূলির আলোয় মুখোমুখি হয়ে
আবার আমাদের কথা হবে।
আবার দু'জনে চেনা পথ ধরে
বসন্ত বাতাস মেখে ভাসবো ও..
আবার দু'জনে গলির একোনে ওকোনে
ভালোবাসা মেখে হাসবো।
আবার দু'জনে চেনা পথ ধরে
বসন্ত বাতাস মেখে ভাসবো ও..
আবার দু'জনে গলির একোনে ওকোনে
ভালোবাসা মেখে হাসবো ও..
ঘুম ভাঙা শহর দেখবো,
ঘুম ভাঙা শহর দেখবো।।
আমি তোমার মাঝে বৃষ্টি হয়ে
আবার ঝরতে চাই,
আমি তোমার হাতের স্পর্শ হয়ে
আবার বাঁচতে চাই।
তোমার ওই দুটো চোখ জুড়ে
কত গল্পের মায়া,
অলিখিত সব কবিতা, আজ দিশেহারা।
হয়তো জোছনা আকাশের বুকে
আবার আমাদের ডাকবে,
হয়তো অন্ধকার অভিমান মুছে
আবার আলোতেই হাসবে।
আবার দু'জনে চেনা পথ ধরে
বসন্ত বাতাস মেখে ভাসবো, ও..
আবার দুজনে গলির একোনে ওকোনে
ভালোবাসা মেখে হাসবো ও..
আবার দুজনে চেনা পথ ধরে
বসন্ত বাতাস মেখে ভাসবো, ও..
আবার দুজনে গলির একোনে ওকোনে
ভালোবাসা মেখে হাসবো ও..
ঘুম ভাঙা শহর দেখবো
ঘুম ভাঙ্গা শহর দেখবো .
Abar Brishti Hobe Minar Lyrics
Hoyto ek VoreKono ek bikele
Abar amader dekha hobe
Godhulir aloy mukho mukhi hoye
Abar amader kotha hobe
Abar dujone chena poth dhore
Boshonto batash mekhe vasbo
Abar dui jone golir ekone okone
Valobasha mekhe hasbo
Ghum vanga shohor dekhbo
Ami tomar majhe brishti hoye
Abar jhorte chai
Ami tomar haater sporsho hoye
Abar banchte chai
Tomar oi duto chokh jure
Koto golper maya
Olikhito sob kobita aj dishehara
Hoyto jochona akasher buke
Abar amader dakbe
Hoyto ondhokar oviman muche
Abar alotei hasbe
0 Comments
comment your thoughts