![]() |
Song: Bohemian
Vocal: Seikh Ishtiaque
Band: Shironamhin
Lyric: Ziaur Rahman
বোহেমিয়ান গান শিরোনামহীন লিরিক্সঃ
হেঁটে হেঁটে ঘুরছি পথে
ভাবছি নিজেকে বোহেমিয়ান
জিন্স জুতোর ফাঁদে পরে থেকে
ঝুলে আছি অর্থহীন শ্লোগান
বাসের হাতল ধরে অপেরা
পুরানো গানের মতো ছন্নছাড়া
বোকা, বোকা সরলরেখায়
হারানো কথার কথায়
মনের ভেতর অবাধ্য পাখি
আপন ভেবেই সামলে রাখি
আমার প্রবল স্বপ্ন জুড়ে অযথা হারিয়ে
বুকের খাঁচায় বিশ্ব নিয়ে
নিয়ন আলোয় হাঁটতে গিয়ে
আমার প্রবল ঝড়ের ভিড়ে গেলাম ফুরিয়ে
ছুটে চলাদের ভিড়ে
নিয়ন আলোয় হাওয়ায় ভাসিয়ে
স্বপ্নেরা বাড়ি ফেরে
বুকপকেটে আধখাওয়া সিগারেট নিয়ে
আমার এই, স্বপ্ন দেখার আকাশে
মেঘের ডানায় ছড়ানো বর্ণমালা উড়িয়ে
Bohemian Shironamhin Lyrics
Hete het ghurechi pothe
vabchi nijeke bohemian
jins jutor fade pore theke
Jhule achi aurthohin slogan
bus er hatol dhore opera
Purono gaan er moto chonno chara
Boka boka shorol rekhay
harano kothar kothay
Moner vitor obaddho pakhi
Apon vebei samle rakhi
Amar probol shopno jure ojathay hariye
Buker khacay bissho niye
neon alooy haat te giye
Amar probol jhorer vire gelam furiye
chute cholader vire
neon aloy haway vasiye
shopnera bari fere
Buk pockete adh-khawa ciggerate niye
Amar ei, shopno dekhar akashe
Megher danay charano bornomala uriye
0 Comments
comment your thoughts